ফেসবুকে ডেটার অধিকার পচ্ছেন ব্যবহারকারী

২২ আগষ্ট, ২০১৯ ১৩:৪১  
হয়তো শিগগরি অপরিচিত বিজ্ঞাপন কম দেখতে পাবেন ফেসবুক ব্যবহারকারীরা। কেননা ব্যবহারকারীর হাতেই ডেটা শেয়ারের নিয়ন্ত্রণ ক্ষমতা দিচ্ছে ফেসবুক। এজন্য দীর্ঘ প্রতিশ্রুত একটি টুল চালু করতে যাচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। যেটি বাইরের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহারকারীল সম্পর্কে তথ্য সংগ্রহ থেকে সামাজিক নেটওয়ার্ককে ব্লক করে দেবে। এরমাধ্যমে অন্যান্য ওয়েবসাইট এবং অ্যাপ থেকে গ্রাহকের ব্রাউজিংয়ের ধরন বিষয়ে সামাজিক মাধ্যমটি যে ‘অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’ বা ডেটা সংগ্রহ করে তা পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সিবিসি নিউজ জানিয়েছে, এর মধ্যে "ফেসবুক পিক্সেল" এবং "ফেসবুক লগইন" সবকিছুর ডাটার নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই। ইতোমধ্যেই আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং স্পেনে নতুন টুল উন্মুক্ত করা হয়েছে। কয়েক মাসের মধ্যে পুরো বিশ্বে এটি উন্মুক্ত করা হবে। এতে প্রতিষ্ঠানের ব্যবসায় কিছুটা প্রভাব পড়বে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক ব্লগপোস্টে ফেসবুক জানিয়েছে, তারা এমন একটি বিভাগ যুক্ত করছে যেখানে আপনি বাইরের ক্রিয়াকলাপটিকে এটির "লাইক" বোতাম এবং অন্যান্য মাধ্যমে ট্র্যাক করতে পারেন। ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট থেকে ক্রিয়াকলাপটি সংযোগ বিচ্ছিন্ন করতেও সক্ষম হবেন। এই পদক্ষেপটি কেবল ৪৮ ঘন্টা অপেক্ষার পর কার্যকর হবে। তবে এই সময়ের মধ্যে এটি ফাঁকি রয়েছে। কেননা এই সময়ের মধ্যে ‘অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’ ডেটা সংগ্রহ এবং বিজ্ঞাপনের জন্য এটি ব্যবহার চালিয়ে যেতে পারবে তারা। তবে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক যদি অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি মুছে ফেলেন তাহলে অ্যাপ এবং ওয়েবসাইটগুলো গ্রাহকের যে ডেটা ফেসবুকের কাছে পাঠাবে তা মুছে ফেলা হবে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিমালা নিয়ে আইনপ্রণেতা এবং নীতিনির্ধারকদের কড়া সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। এরপরই নতুন এই টুল আনার উদ্যোগ নিলো তারা। আগের মাসেই গোপনীয়তাবিষয়ক মামলা মীমাংসায় মার্কিন ফেডারাল কমিশনকে রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক।